হোম > স্বাস্থ্য

ঈদের ছুটিতে রোগীদের খোঁজখবর নেন বিএসএমএমইউর প্রোভিসি ডা. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে দিক নির্দেশনা দেন ও খোঁজখবর নেন। রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায়, সে বিষয়েও খোঁজখবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ পরিস্কার–পরিচ্ছন্নতার বিষয়টিও তিনি যাচাই করেন।

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। 

আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে। এ ছাড়া আগামীকাল বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হবে।

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন