হোম > স্বাস্থ্য

শিশুর ডেন্টাল চেকআপ: কখন এবং কেন

ডা. ইফফাত সামরিন মুনা

ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।

অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।

তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।

প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?

উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।

প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?

উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।

প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?

উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।

  • ডেন্টাল চেকআপে শিশুর দাঁতসহ সম্পূর্ণ মুখগহ্বর দেখা হয়। এতে সবকিছুর গঠন সুস্থ ও স্বাভাবিক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়।
  • শিশুর দাঁত ও মুখের সুস্থতার জন্য সঠিক খাবার, ব্রাশ করার সঠিক পদ্ধতি, দাঁত পরিষ্কার করার বয়স এবং ক্ষতিকর বদভ্যাসগুলো সম্পর্কে অভিভাবকদের বিশেষভাবে জানা জরুরি। শিশুর দাঁত কীভাবে উঠছে, খাবারের ধরন কী হবে, কোন খাবার কম খাওয়া উচিত এবং কীভাবে দাঁত পরিষ্কার করা উচিত—এসব বিষয় জানার জন্য ডেন্টাল চেকআপ একটি ভালো সুযোগ।
  • মুখের সব রোগের লক্ষণ আমরা চিনি না। আবার অনেক সময় মুখের স্বাভাবিক অংশকেও রোগ ভেবে বসে থাকি! নিয়মিত ডেন্টাল চেকআপে এসব কনফিউশন দূর হয়।
  • আমাদের অজান্তেই দাঁত ও মুখের আনাচকানাচে কোনো রোগ সৃষ্টি হতে থাকলে কিংবা হওয়ার ঝুঁকি থাকলে চেকআপে তা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যায়। ফলে রোগ বড় আকার ধারণ করার আগে সেটা সারিয়ে নেওয়া যায়। আর প্রথম অবস্থায় সমস্যা অল্প থাকতেই চিকিৎসা করিয়ে নিলে তাতে সময় এবং খরচও সাধারণত কম লাগে।

ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ

স্বাস্থ্য সংস্কার কমিশন: চিকিৎসক নিবন্ধনে পরীক্ষা

শিশুদের কানে ব্যথায় কী করবেন

চোখ পরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়া নির্ণয় করবে এআই

প্রাকৃতিক উপায়ে রক্ত পাতলা করুন

ত্বকে অ্যালার্জি দূরে প্রাকৃতিক ৫ উপায়

মা–বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৬১ শতাংশ: গবেষণা

ব্যাকটেরিয়া সংক্রমণ: নবজাতককে বাড়িতে রেখে চিকিৎসায় সুবিধা বেশি

দুঃসহ স্মৃতি ভুলে যাওয়ার কৌশল আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

সেকশন