Ajker Patrika
হোম > স্বাস্থ্য

‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করবে’

স্বাস্থ্যের অধিকারই মানবাধিকার উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাছিমা বেগম বলেন বলেন, ‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করতে পারে। জড়তা কাটিয়ে সমস্যার সমাধান করতে হবে।’ 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যানসার সচেতনতা দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নাসিমা বেগম। স্তন ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠন সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে গোলাপি সড়ক শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

নাসিমা বেগম বলেন, একজন রোগী যখন চিকিৎসা নিতে যায়, চিকিৎসক খুবই আন্তরিক কিন্তু পরীক্ষা নিরীক্ষা করারা সময় তারা হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। এই যে দালালদের দৌরাত্ম্য এটা কমানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি থাকা উচিত। এই দিকটা সামলে ওঠা সম্ভব হলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে রোগীদেরকে হয়রানির শিকার হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

স্ক্রিনিং এর বিষয়টি সকলকে জানাতে হবে উল্লেখ করে নাসিমা বলেন, স্ক্রিনিং এর কথা আমরা অনেকেই জানি, আমরা কয়জন এটা করি। বাড়িতেই তো করা যায়। এভাবেই সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন নাসিমা বেগম। মেনোপজের সময় হরমন থেরাপি নেওয়ার ফলে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা বাড়ে। শারীরিক পরিবর্তন আসবেই, সেটাকে নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 

৪১ জেলায় সিভিল সার্জন নিয়োগ

২০৫০ সাল নাগাদ স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক

অপুষ্টিতে ভোগা কিশোরীদের সিংহভাগই দক্ষিণ এশিয়ার: গবেষণা

১০–২৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার হার বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

দেশে জিকা ভাইরাসের প্রথম ‘ক্লাস্টার’ শনাক্ত

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

২৯ সিভিল সার্জনকে ওএসডি করে প্রজ্ঞাপন

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ‘ক্লাস্টার’ শনাক্ত, আক্রান্ত ৫

স্বাস্থ্যকর হলেও নিয়ম মেনে খেতে হবে এসব খাবার

রোজায় সঠিক পুষ্টি