‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ সামনে রেখে মানুষকে মুখের স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে দেশের ডেন্টাল চিকিৎসকদের প্রবন্ধ নিয়ে বিশেষ প্রকাশনা ‘নিরাময় ২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করে বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)।
অনুষ্ঠানে দুই শতাধিক ডেন্টিস্টের উপস্থিতিতে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ সেমিনারের আয়োজনও ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি, মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ, ডা. সাজেদুল আসিফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবর রহমান হাওলাদার, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, মহাসচিব ডা. কবির আহমেদ রিয়াজ প্রমুখ।