স্তন ক্যানসার চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্রেস্ট (স্তন) ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এ জন্য বয়স ২০ হলেই স্ক্রিনিংয়ে (শনাক্তকরণ পরীক্ষা) জোর দিতে হবে।’
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলোজি বিভাগ এ শোভাযাত্রার আয়োজন করে।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘২০ বছর হলেই মেয়েরা সেল্ফ ব্রেস্ট স্ক্রিনিং অর্থাৎ নিজেরাই স্তন ক্যানসার পরীক্ষা করতে পারেন। এর জন্য সচেতনতা দরকার। ব্রেস্ট ক্যানসার, জরায়ু মুখের ক্যানসার পরীক্ষার জন্য সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেনিং প্রজেক্ট চলমান রয়েছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকেরা প্রশিক্ষিত হয়ে রোগীদের সেবা দিচ্ছেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সনোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা যায় বলেও জানান তিনি।