Ajker Patrika
হোম > স্বাস্থ্য

মানসিক প্রশান্তির জন্য এসিটি

ফিচার ডেস্ক

মানসিক প্রশান্তির জন্য এসিটি

অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি হলো মানসিক সমস্যা দূর করার একটি থেরাপি। মানসিকভাবে সমস্যায় পড়লে বিশেষজ্ঞের পরামর্শে এ থেরাপি নেওয়া যেতে পারে।

মানসিকভাবে বেদনা দেয় বা কোনো বিশেষ ঘটনার কথা ভাবলেই যন্ত্রণাদায়ক চিন্তাভাবনা কিংবা অনুভূতি তৈরি হতে পারে মানুষের।কোনো না কোনো নির্দিষ্ট অবস্থা থেকে এগুলো তৈরি হয়। সেগুলো এড়ানো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আরও বেশি কষ্ট দেয়। এ ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি।  

পারিপার্শ্বিক ঘটনার ওপর ব্যক্তির কোনো হাত থাকে না। আপনার চারপাশে এবং আপনার জীবনে যা ঘটে চলেছে, সেগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখায় এসিটি। এ থেরাপি সামগ্রিকভাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক নমনীয়তা বিকাশে সহায়তা করতে পারে। এমনকি বেদনাদায়ক অনুভূতির মাঝেও এটি নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখায়।

অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপিস্টরা বিভিন্ন মননশীল কৌশলের পাশাপাশি আচরণ পরিবর্তন বা বিহেভিয়ার চেঞ্জিং কৌশল ব্যবহার করে। একে প্রায়ই অন্যান্য থেরাপির সঙ্গে ব্যবহার করা হয়। এসিটিকে স্বল্পমেয়াদি প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে।

কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এক্সপোজার থেরাপি, মাইন্ডফুলনেস বেজড কগনিটিভ থেরাপি ইত্যাদির সঙ্গে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি নেওয়া যায়। তবে যেকোনো ধরনের মানসিক থেরাপি নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ  জরুরি।

সূত্র: হেলথলাইন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

মানসিক সমস্যা হওয়ার আগে সচেতন হোন

দিনে কাজের সময় ঘুম পেলে যা করবেন

শিশুদের বাতরোগ: প্রাথমিকভাবে শনাক্ত হলে ঝুঁকি এড়ানো সম্ভব

জ্বর হলে কখন জরুরি চিকিৎসা প্রয়োজন

যেভাবে ডিম খাবেন না

‘টাইপ ৫ ডায়াবেটিস’ নামে স্বীকৃতি পেল কম বয়সীদের মারাত্মক এক রোগ

দেশে হঠাৎ বেড়ে গেছে জলবসন্তের সংক্রমণ

সিটি স্ক্যানের কারণে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

স্ট্রোক-হৃদ্‌রোগ প্রতিরোধ করতে পারে সস্তা দুই ওষুধের সমন্বিত ব্যবহার