হোম > স্বাস্থ্য

শিশুর নিউমোনিয়া হলে

ডা. শাহেদ সাব্বির আহমেদ

নিউমোনিয়া শব্দটি শিশুর অভিভাবকের জন্য একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে। আসলেই এটি শিশুর জন্য একটি গুরুতর অসুস্থতা, যা মূলত ফুসফুসে সংক্রমণজনিত রোগ। এই সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়ার কারণেই হয়। তবে অন্যান্য জীবাণুঘটিত সংক্রমণও দুর্লভ নয়।

শিশুদের নিউমোনিয়ার লক্ষণ

  • খেতে না চাওয়া
  • স্বাভাবিকের চেয়ে বেশি অস্থির বা কান্নাকাটি করা
  • শিশুর দেহের রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হওয়া
  • জ্বর ও মূলত শ্বাসকষ্ট হওয়া।

তিন-চার মাস থেকে দুই-তিন 
বছর বয়সী শিশুদের মাঝে এ লক্ষণগুলো দেখা যায়। বয়সে বড় শিশুদের নিউমোনিয়ার লক্ষণ অনেকটা বড়দের মতোই। একটি সুস্থ ও সবল শিশুর সহজে নিউমোনিয়া হয় না। খুব ঠান্ডা লেগে গেলে বা হামজাতীয় কোনো অসুখ থেকে সেরে ওঠার সময় জটিলতা হিসেবে নিউমোনিয়া দেখা দিতে পারে।

প্রতিরোধে যা করবেন

  • শীত ও গরম– দুই অবস্থা থেকেই সতর্ক থাকতে হবে। বেশি শীত ও গরমে ঘেমে গেলে শিশুর নিউমোনিয়া হতে পারে।
  • প্রয়োজনমতো শিশুদের গরম পোশাক বদলে নিতে হবে। ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে।
  • পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল খাওয়াতে হবে।
  • গর্ভধারণের পর থেকেই নারীদের পুষ্টিকর খাবার খেতে হবে। নইলে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা ভালো হবে না। মনে রাখতে হবে, সুস্থ ও স্বাভাবিক শিশুর নিউমোনিয়া সহজে হয় না।
  • নিউমোনিয়ার লক্ষণ বুঝতে পারলে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তাতে নিউমোনিয়ার চিকিৎসা সহজ হবে।

লেখক: আবাসিক মেডিকেল অফিসার, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া, রংপুর

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য