হোম > স্বাস্থ্য

শীতে ফ্লুর লক্ষণ জেনে নিন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

জ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি ফ্লুর সাধারণ লক্ষণ। এগুলো হলে বুঝতে হবে, আপনি ফ্লুতে আক্রান্ত। সাধারণত ফ্লু প্রাণঘাতী নয়। তবে কখনো কখনো বিশেষ কোনো কারণে এটি বেশি হয়ে গেলে হাসপাতালে যেতে হতে পারে। ফ্লুর সংক্রমণের সঙ্গে নিউমোনিয়া হলে সেটি আর সাধারণ থাকে না। তখন হাসপাতালে যেতে হয়।

সাধারণ ফ্লুর লক্ষণ

ফ্লুর সাধারণ লক্ষণগুলো হলো বেশি জ্বর, ঠান্ডা, ক্লান্তি, শরীর ও পেশিব্যথা, ক্ষুধা কমে যাওয়া, মাথাব্যথা, শুকনো কাশি, গলাব্যথা, সর্দি বা নাক বন্ধ থাকা। যদিও বেশির ভাগ লক্ষণ শুরু হওয়ার এক থেকে দুই সপ্তাহ পর এমনিতে কমে যায়। তবে শুকনো কাশি এবং সাধারণ ক্লান্তি আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। ফ্লুর অন্যান্য সম্ভাব্য উপসর্গগুলোর মধ্যে মাথা ঘোরা, হাঁচি এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত। বমি বমি ভাব এবং বমি বয়স্কদের মধ্যে সাধারণ উপসর্গ নয়। তবে এটি কখনো কখনো শিশুদের মধ্যে ঘটে।

গুরুতর ফ্লুর লক্ষণ

গুরুতর পর্যায়ের লক্ষণগুলো হলো শ্বাসকষ্ট, ত্বক নীলাভ হয়ে যাওয়া, মারাত্মকভাবে গলাব্যথা, উচ্চ জ্বর, চরম ক্লান্তি। ডায়াবেটিস বা সিওপিডির মতো দীর্ঘস্থায়ী রোগীরা এ রোগের উচ্চ ঝুঁকিতে থাকে।

তাদের মধ্যে ফ্লুর জটিলতার লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।

সূত্র: হেলথ লাইন

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন