হোম > স্বাস্থ্য

নানা আয়োজনে আইসিডিডিআরবি ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিডিডিআরবির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেলার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশে বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ছয় দশকেরও বেশি সময় ধরে কাজ করছে। আজ বৃহস্পতিবার ছিল প্রতিষ্ঠানটির ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের। এতে প্রতিষ্ঠানটির কর্মী, সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

অনুষ্ঠানে অভ্যাগতদের স্বাগত জানান আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ। জনস্বাস্থ্যের নানা কার্যক্রমে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরেন তিনি। সাম্প্রতিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এইচপিভি টিকায় আইসিডিডিআরবির অবদানের কথা তুলে ধরেন তিনি। বিষয়টিকে জরায়ুমুখের ক্যানসারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

আইসিডিডিআরবির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ম্যাজিক শো আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ‘স্থাপত্যের চেয়ে স্থাপত্য বড়: স্বাস্থ্যকর শহর গড়ে তোলার প্রক্রিয়া’ শীর্ষক মূল বক্তব্য দেন বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক ড. কাজী খলিদ আশরাফ। তিনি বলেন, ‘আইসিডিডিআরবি বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান। দশকের পর দশক ধরে স্বাস্থ্য খাতের প্রবৃদ্ধিতে এই প্রতিষ্ঠানের অবদান অনেক।’

তার উপস্থাপনায় স্থাপত্য এবং জনস্বাস্থ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক উঠে আসে। তিনি জানান, শহরগুলোয় স্থাপত্যের সম্প্রসারিত কাজ হিসেবে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং সমাধানের কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঢাকার নগরায়ণে আঞ্চলিক পরিকল্পনা, নদীর তীর সংরক্ষণ, প্লাবনভূমি গঠন ও সহযোগিতামূলক নগর নির্মাণকে উৎসাহিত করাসহ স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য ১১টি ধারণা প্রস্তাব করেন।

আইসিডিডিআরবির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন-স্বাস্থ্য) এডওয়ার্ডস ক্যাব্রেরা।

দিনটি উদ্‌যাপন উপলক্ষে আইসিডিডিআরবি ক্যাম্পাস আনন্দমেলার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানের কর্মীরা বিভিন্ন স্টলে নানা রকম পণ্য সামগ্রী নিয়ে আসেন। বিকেলে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিন্তা-উদ্দীপক নাটক, ম্যাজিক শো, হাস্যরসাত্মক উপস্থাপনা, ইংরেজি গানে পরিবেশনা করা হয়।

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন