বয়স হলে চুল পাকবে, এটাই স্বাভাবিক। অসময়ে চুল পাকবে, এটা মোটেই স্বাভাবিক নয়। কিন্তু এ ঘটনা হরহামেশাই ঘটছে। আমাদের ত্বকে মেলানোসাইট নামে একধরনের কোষ থাকে, যা মেলানিন উৎপাদন করে। যাঁদের ত্বকে কম মেলানিন উৎপন্ন হয়, তাঁদের গায়ের রং সাদা হয়। যাঁদের ত্বকে মেলানিন বেশি উৎপাদন হয়, তাঁদের গায়ের রং কালো হয়। চুলের ক্ষেত্রেও একই কথা বলা যায়। যদি কোনো কারণে চুলের গোড়ার মেলানোসাইট কোষ নিষ্ক্রিয় হয়ে মেলানিন উৎপাদন বন্ধ হয়ে যায়, তবে চুলের রং সাদা হয়, যাকে আমরা চুল পাকা বলি। এটি যেকোনো বয়সেই ঘটতে পারে।
অকালে চুল পাকার কারণ
প্রতিরোধের উপায়
লেখক: ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চুল সম্পর্কিত আরও পড়ুন: