হোম > স্বাস্থ্য

সিএমএইচে যমজ মাথা পৃথকীকৃত শিশুর মাথায় সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া এবং রোকেয়া। এর মধ্যে রাবেয়ার মাথায় আজ সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুনরায় একটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহ যাবৎ রাবেয়ার মাথার বাম দিকের চামড়ায় ক্ষত শুরু হয়। পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে চামড়ার নিচে লাগানো কৃত্রিম মাথার খুলি দৃশ্যমান হয়। এই জটিলতা সমাধানের জন্য বিভিন্ন সময় বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার সিএমএইচে কয়েকটি মেডিকেল বোর্ড সম্পন্ন হয়।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সিএমএইচ ঢাকায় এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অপারেশনে হাঙ্গেরির চিকিৎসক গ্রেগ পাটাকী ও কার্তিক ক্রিশনান এবং বাংলাদেশের সামরিক ও বেসামরিক চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। বর্তমানে রাবেয়া সুস্থ আছে।

উল্লেখ্য, এই দুই শিশু ২০১৭ সাল থেকেই সরকারের সামগ্রিক সহায়তা পেয়ে আসছে। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ ও হাঙ্গেরিতে তাদের সফল সার্জারির পর বর্তমানে তারা পৃথকভাবে জীবন যাপন করছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য