হোম > স্বাস্থ্য

মুখ বেঁকে যাওয়া রোগে কী করবেন

ডা. মোহাম্মদ আলী

ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। এ সময় বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি হয়। ভাইরাসের আক্রমণজনিত এ রোগে যেকোনো বয়সী লোক আক্রান্ত হতে পারে। তবে যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের এ রোগ বেশি হয়; বিশেষ করে ভ্রমণের সময় ঠান্ডা বাতাস লাগলে কিংবা বেশি রাত জাগলে হঠাৎই এ রোগ দেখা দিতে পারে।

উপসর্গ 

  • কানের গোড়া বা ঘাড়ে ব্যথা অনুভব করা।
  • কুলি করতে গেলে আক্রান্ত অংশের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া।
  • চোখ বন্ধ করতে না পারা।
  • কথা বলতে বা হাসতে গেলে মুখ একদিকে বেঁকে যাওয়া।

হঠাৎ এসব উপসর্গ দেখা দিলে বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া রোগ হয়েছে বলে ধরে নেওয়া যায়।

চিকিৎসা
আক্রান্ত জায়গার প্রদাহ কমানোর জন্য চিকিৎসকেরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকেন। ইদানীং অ্যান্টি-ভাইরাল ওষুধও স্বল্প মেয়াদে প্রয়োগ করা হচ্ছে।

ফিজিওথেরাপি
কানের গোড়ার যে ছিদ্র দিয়ে সপ্তম স্নায়ু প্রবেশ করে, ঠিক সেই অংশের স্নায়ু ফুলে ওঠে বলে সেটি চাপে পড়ে যায় এবং উদ্দীপনা চলাচলে ব্যাঘাত ঘটায়। ঠিক এই অংশে ইলেকট্রো-ফিজিওথেরাপি প্রয়োগ করে স্নায়ু ও আশপাশের মাংসপেশি এবং তন্তুগুলোর প্রদাহ নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া মুখমণ্ডলের মাংসপেশিগুলোকে ফিজিওথেরাপির মাধ্যমে কৃত্রিমভাবে সংকুচিত ও প্রসারিত করে স্থায়ীভাবে মুখ বেঁকে যাওয়াজনিত জটিলতা দূর করা যায়। এ ছাড়া বিশেষ ধরনের ব্যায়াম রোগীকে দ্রুত সুস্থ করে তোলে।

দ্রুত চিকিৎসা শুরু করতে হবে
এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৫০ শতাংশ রোগী ৭ থেকে ২১ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বাকি রোগীরা তিন মাস থেকে দুই বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠে। খুব অল্পসংখ্যক রোগীর মুখ স্থায়ীভাবে বেঁকে যায়। তবে দ্রুত চিকিৎসা শুরু করলে প্রায় সব রোগীই সুস্থ হয়ে ওঠে।

পরামর্শ 

  • ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না।
  • আরামদায়ক ও খোলামেলা পরিবেশে অবস্থান করতে হবে।
  • খাবার খেতে হবে পুষ্টিকর।
  • ফিজিওথেরাপি বিশেষজ্ঞের দেখিয়ে দেওয়া ব্যায়াম অনুশীলন করতে হবে।
  • অন্য কোনো সমস্যা না থাকলে চুইংগাম চিবানো যেতে পারে।
  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
  • আক্রান্ত চোখ বাতাস ও তীব্র আলো থেকে বাঁচাতে বড় ও কালো কাচের চশমা ব্যবহার করতে হবে।

পরামর্শ দিয়েছেন: বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সেক্টর ৯, উত্তরা

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন