Ajker Patrika
হোম > স্বাস্থ্য

পরিবারের একজন বাদে সবাই টিকা নিলে কী হবে?

অনলাইন ডেস্ক

পরিবারের একজন বাদে সবাই টিকা নিলে কী হবে?

ঢাকা: পরিবারের সব সদস্য কোভিড টিকার ডোজ পূর্ণ করেছেন। এখন পরিবার থেকে দূরে থাকা এবং টিকা না নেওয়া কোনো সদস্য প্রিয়জনদের সঙ্গে দেখা করতে চান। তাদের কাছ থেকে তার সংক্রমিত হওয়া ঝুঁকি কতোখানি? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনেই।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নেওয়া এবং বিশেষ করে পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। এ ধারণার সপক্ষে বিজ্ঞানীদের আত্মবিশ্বাস বাড়ছে। কিন্তু এখনো কেউ বলতে পারছেন না, আসলে ভ্যাকসিন নেওয়া লোকেদের কাছে সুরক্ষিত থাকার নিশ্চয়তা কতোখানি।

বস্টন কলেজের মহামারি বিশেষজ্ঞ ড. ফিলিপ ল্যান্ড্রিগান টাইম সাময়িকীকে বলেছেন, মানুষের জীবনের কোনো কিছুর ব্যাপারেই শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না। তারপরও বলা যায়, সবাই ভ্যাকসিন নিয়েছেন এমন পরিবারে ভ্যাকসিন না নেওয়া একমাত্র ব্যক্তিটি সংক্রমিত না হওয়ার সম্ভাবনাই বেশি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা বাড়িতে মাস্ক ছাড়াই ভ্যাকসিন নেওয়া আরেক দলের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন। তবে সেটি অবশ্যই বড় জমায়েত হওয়া যাবে না। শুধু তাই নয়, তারা ভ্যাকসিন নেননি কিন্তু কোভিড কাবু করতে পারবে না শারীরিকভাবে এমন সবল ব্যক্তিদের সঙ্গেও মাস্ক ছাড়া দেখা করতে পারবেন।

তবে সেই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক থাকাই ভালো বলে মনে করছেন। নিজে ছাড়া পরিবারের বাকি সব সদস্য ভ্যাকসিন নিয়ে থাকলে তাদের মাস্ক পরে দেখা সাক্ষাৎ করাই ভালো। তবে কোভিড আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হওয়ার উচ্চঝুঁকিতে না থাকলে মাস্ক ছাড়াই দেখা সাক্ষৎ করা যেতেই পারে।

দেশে চাষের মাছে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ ও প্রতিকার

মিষ্টি খাবার কেন ক্ষতিকর

রোজায় পানিশূন্যতা পূরণ করতে কী খাবেন, কী খাবেন না

রোজায় রক্তচাপ বাড়লে বা কমলে

পদোন্নতিসহ দুই দফা দাবিতে শনিবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা

বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যেসব সাপ্লিমেন্ট গ্রহণ ঝুঁকিপূর্ণ

৪১ জেলায় সিভিল সার্জন নিয়োগ

২০৫০ সাল নাগাদ স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক

অপুষ্টিতে ভোগা কিশোরীদের সিংহভাগই দক্ষিণ এশিয়ার: গবেষণা