সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর টিভাউয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মামে আব্দুল আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হাসপাতালটি রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পূর্বে অবস্থিত।
সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেন, ‘অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর বিষয়টি আমাকে দুঃখিত ও ব্যথিত করেছে। নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের প্রতি আমি অন্তরের গভীর থেকে সমবেদনা জানাই।’
সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিউফ সর বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
স্থানীয়রা জানান, হাসপাতালটি নতুন করে উদ্বোধন করা হয়েছিল।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন: