হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানের সহিংস পরিস্থিতির চরম অবনতি, জাতিসংঘের সতর্কতা

অনলাইন ডেস্ক

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে বেসামরিক নাগরিকদের ওপর চলমান সহিংসতা চরম অবনতির দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। পশ্চিম দারফুরে জাতিগত সহিংসতা বেড়ে যাওয়ায় সুদানে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে গত শুক্রবার জাতিসংঘ এক সতর্কবার্তায় বলেছে।

সামরিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়। এরপর দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে যায় উত্তেজনা। গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে শুরু হয় যুদ্ধ।

সুদানে জাতিসংঘের ত্রাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্লেমেন্টাইন এনকোয়েটা-সালামি বলেন, ‘আমরা যৌন নিপীড়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা, জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং মানব ও শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘনের নির্মম ও আতঙ্কজনক সব প্রতিবেদন পাচ্ছি।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘যা ঘটছে, তা সম্পূর্ণভাবে খারাপের দিকেই যাচ্ছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা এখনো উদ্বেগের প্রধান বিষয়। সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, প্রায় আড়াই কোটি মানুষের এখন মানবিক সাহায্য এবং সুরক্ষার প্রয়োজন। ৬০ লাখেরও বেশি নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে সুদানের অন্যত্র বা প্রতিবেশী দেশগুলিতে বাস্তুচ্যুত হয়েছে।’

তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ এলাকায় ৭০ শতাংশেরও বেশি মানুষ স্বাস্থ্য সুবিধাগুলোর বাইরে রয়েছে। এর ফলে কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া ও হামের প্রাদুর্ভাব এবং শিশুদের মধ্যে উচ্চ মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ১ কোটি ২০ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথাও জানান তিনি। পাশাপাশি, আরও ২৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার আবেদনও করা হয়েছে বলে তিনি জানান।

এনকোয়েটা-সালামি বলেন, দারফুরে জাতিগত সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা এবং আক্রমণ সম্পর্কে উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছি।

পশ্চিম দারফুরে জাতিগত সহিংসতা ও হত্যাকাণ্ড নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে জানিয়েছে মধ্য আফ্রিকার দেশ শাদে পালিয়ে যাওয়া সুদানের নাগরিকেরা। তারা জানিয়েছে, পশ্চিম দারফুরের আল জুনায়নায় অবস্থিত সুদানের সেনাবাহিনীর প্রধান সেনা ঘাঁটি দখল করেছে আরএসএফ।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন