হোম > বিশ্ব > আফ্রিকা

রুয়ান্ডা গণহত্যার ‘হোতা’ বাগোসোরার মৃত্যু হলো কারাগারে

অনলাইন ডেস্ক

রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে। 

থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'

রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন