হোম > বিশ্ব > আফ্রিকা

প্রেসিডেন্টের শপথ নিলেন গ্যাবনের জেনারেল এনগুয়েমা

আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আজ সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এই সামরিক কর্মকর্তা। 

তবে কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। দেশটির বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রেসিডেন্ট বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন তিনি।

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এ ছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।

তবে দেশটির অনেক নাগরিক জেনারেল এনগুয়েমার ক্ষমতা গ্রহণকে বঙ্গোর ৫৫ বছরের বংশীয় পরম্পরার শাসনব্যবস্থার মতোই হবে বলে মন্তব্য করেছেন।

আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই বঙ্গোর ঘনিষ্ঠ বৃত্তে কাটিয়েছেন। এমনকি দেশটিতে অনেকেই তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করেন।

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।

পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে (এইউ) গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ গ্যাবনে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান