হোম > বিশ্ব > আফ্রিকা

শেষকৃত্যে অংশ নিতে গিয়ে ক্যামেরুনে প্রাণ গেল ১৪ জনের 

অনলাইন ডেস্ক

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইয়াউন্ডের দামাস এলাকায় ভূমিধস হয়। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্যে যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিলেন। ওই বাঁধটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। 

ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ 

ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শহরগুলোর মধ্যে অন্যতম। খাড়া পাহাড়ী ঢালে শহরটি অবস্থিত। চলতি বছরজুড়ে ভারী বৃষ্টিতে এরই মধ্যেই কয়েক দফা বন্যার কবলে পড়েছে ক্যামেরুন। ফলে বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন