হোম > বিশ্ব > আফ্রিকা

শেষকৃত্যে অংশ নিতে গিয়ে ক্যামেরুনে প্রাণ গেল ১৪ জনের 

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইয়াউন্ডের দামাস এলাকায় ভূমিধস হয়। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্যে যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিলেন। ওই বাঁধটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। 

ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ 

ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শহরগুলোর মধ্যে অন্যতম। খাড়া পাহাড়ী ঢালে শহরটি অবস্থিত। চলতি বছরজুড়ে ভারী বৃষ্টিতে এরই মধ্যেই কয়েক দফা বন্যার কবলে পড়েছে ক্যামেরুন। ফলে বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান