Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাস, মানবদেহে সংক্রমণের শঙ্কা

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাস, মানবদেহে সংক্রমণের শঙ্কা

দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চীনের বিজ্ঞানীরা এই করোনা আবিষ্কার করেছে। নতুন এই করোনাভাইরাসের নাম রাখা হয়েছে নিওকোভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই নতুন ধরনের করোনাভাইরাস মানবদেহের জন্য হুমকি হতে পারে। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। 

 করোনাভাইরাস এমন একটি ভাইরাস, যা সাধারণ ঠান্ডা রোগ থেকে শুরু করে তীব্র শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন শনাক্ত হওয়া ভাইরাসটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, গবেষণায় শনাক্ত হওয়া ভাইরাস মানুষের জন্য ঝুঁকি তৈরি করবে কি না, তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন। 

সংস্থাটি জানায়, মানবদেহে সংক্রামক রোগের ৭৫ শতাংশই আসে বন্য প্রাণী থেকে। বন্য প্রাণী থেকে মানবদেহে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

নতুন ধরনের করোনাভাইরাসের খবর জানানোয় চীনের বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

গবেষণা অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের মতো মানবদেহের কোষে সংক্রমিত হতে পারে নিওকোভ। এসম্পর্কিত একটি গবেষণা বায়োআরজিভ নামের এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে এর পিয়ার রিভিউ হয়নি।

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা