অনলাইন ডেস্ক
শনিবার উগান্ডার একটি শরণার্থীশিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।
এ বিষয়ে এক বিবৃতিতে উগান্ডার পুলিশ জানিয়েছে, উত্তর উগান্ডার লাম্বো জেলায় ওই বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। বিকেল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয় তখন তাঁরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় ঘটে ওই বজ্রপাতের ঘটনা।’
লাম্বো জেলা অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।
আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি খুবই সাধারণ ঘটনা। বজ্রপাতে উগান্ডায় প্রায় সময়ই মারাত্মক সব ঘটনা ঘটেছে।
বিবিসি জানিয়েছে, ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বজ্রপাতে ১০ শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১১ সালে আরেকটি বজ্রপাতে ১৮ শিশু এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন।