হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

শনিবার উগান্ডার একটি শরণার্থীশিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।

এ বিষয়ে এক বিবৃতিতে উগান্ডার পুলিশ জানিয়েছে, উত্তর উগান্ডার লাম্বো জেলায় ওই বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। বিকেল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয় তখন তাঁরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় ঘটে ওই বজ্রপাতের ঘটনা।’

লাম্বো জেলা অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি খুবই সাধারণ ঘটনা। বজ্রপাতে উগান্ডায় প্রায় সময়ই মারাত্মক সব ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বজ্রপাতে ১০ শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১১ সালে আরেকটি বজ্রপাতে ১৮ শিশু এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান