হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

শনিবার উগান্ডার একটি শরণার্থীশিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।

এ বিষয়ে এক বিবৃতিতে উগান্ডার পুলিশ জানিয়েছে, উত্তর উগান্ডার লাম্বো জেলায় ওই বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। বিকেল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয় তখন তাঁরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় ঘটে ওই বজ্রপাতের ঘটনা।’

লাম্বো জেলা অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি খুবই সাধারণ ঘটনা। বজ্রপাতে উগান্ডায় প্রায় সময়ই মারাত্মক সব ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বজ্রপাতে ১০ শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১১ সালে আরেকটি বজ্রপাতে ১৮ শিশু এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন