হোম > বিশ্ব > আফ্রিকা

সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থীর পরাজয়

অনলাইন ডেস্ক

সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদু বা। স্থানীয় সময় গতকাল রোববারের নির্বাচনের ফলে দেখা গেছে, বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়ে জয় পেয়েছেন। আজ সোমবার এক বিবৃতিতে আমাদু বা তার প্রতিদ্বন্দ্বী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়েকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, বিরোধী প্রার্থীর এই বিজয় পশ্চিম আফ্রিকার দেশটিতে উচ্চ বেকারত্ব ও শাসন সম্পর্কে তরুণ-যুবকদের ব্যাপক হতাশার প্রতিফলন। জনপ্রিয় বিরোধী নেতা উসমান সোনকোর সমর্থিত ফায়ে তার নির্বাচনী প্রচারণায় সেনেগালকে সরকারি দুর্নীতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত বছরের শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করার চেষ্টা করে গেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। কয়েক মাসের অনিশ্চয়তা ও অস্থিরতার পরে গত রোববার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনের দাবিতে হওয়া বিক্ষোভগুলোতে কেঁপে উঠেছিল স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত সেনেগাল।

রোববারের ভোট অনেকাংশেই শান্তিপূর্ণ ছিল বলে জানান পর্যবেক্ষকেরা। ভোটার উপস্থিতিও ছিল বেশি। এই সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।

প্রায় ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিল প্রায় ৭০ লাখ ভোটার। নির্বাচনের প্রথম রাউন্ডে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে তাঁকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়াতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় রাউন্ডেও লড়াই হবে বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে এবং শাসক দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী আমাদু বার মধ্যে।

ছয় দশকেরও বেশি আগে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি সেনেগালের চতুর্থ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর। প্রেসিডেন্ট ম্যাকি সাল নির্বাচন বিলম্বিত করার চেষ্টার পর প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের এক মাস পরে অনুষ্ঠিত হলো এই নির্বাচন। আগামী ২ এপ্রিল মেয়াদ শেষ হলে ম্যাকি সাল পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন