হোম > বিশ্ব > আফ্রিকা

অপহৃত ৫ বোনকে উদ্ধারের পর হাঁপ ছেড়ে বাঁচল নাইজেরিয়া

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে অপহৃত হওয়ার ২০ দিন পর পাঁচ বোনকে দেশটির সেনা ও পুলিশের এক যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি জঙ্গল থেকে বোনদের উদ্ধার করা হয়। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জানুয়ারি আবুজা থেকে ৬ বোনকে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা। পরে তাঁদের মধ্য থেকে একজন হত্যাকাণ্ডের শিকার হন। গতকাল শনিবার রাতে বাকি পাঁচ বোনকে মুক্ত করা হয়েছে। 

অপহরণের পর বোনদের জন্য মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। তবে মুক্তিপণের দাবি সংবলিত ওই বিবৃতিতে এক বোনের নাম অনুপস্থিত ছিল। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ৬ বোনের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি। 

নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, অভিযান সফল হওয়ার পর ৫ বোন তাঁদের পরিবারের কাছে ফিরে গেছে। দেশটির কাডুনা রাজ্যের কাজুরু জঙ্গলে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই অভিযান সম্পন্ন হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত ৬ বোনের মধ্যে সদ্য কিশোরী থেকে শুরু করে সর্বোচ্চ ২৩ বছর বয়সী ছিলেন একজন। আবুজার একটি শহরতলিতে নিজ বাড়ি থেকে বাবাসহ তাঁদের জিম্মি করা হয়েছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণের সময় মেয়েদের চাচা সাহায্যের প্রত্যাশায় দৌড়াতে শুরু করলে অপহরণকারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ সময় তিন পুলিশ সদস্যও নিহত হন। 

পরবর্তীতে মেয়েদের রেখে বাবাকে মুক্তিপণ সংগ্রহ করার শর্তে ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা। তবে তাঁর অপহৃত কন্যাদের মধ্যে ২১ বছর বয়সী নাবিহাকে অপহরণকারীরা হত্যা করেছিল সতর্ক করার জন্য। নাবিহা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। 

সাম্প্রতিক বছরগুলোতে অপহরণ উদ্বেগজন হারে বেড়ে গেছে নাইজেরিয়ায়। অপরাধী চক্রগুলো এটিকে টাকা কামানোর সহজ পথ হিসেবে দেখে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটে। 
৬ বোনকে অপহরণের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। পরে তাঁদেরকে মুক্ত করার শপথ করেছিল দেশটির সরকার। 

অপহরণকারী ৫ বোনকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণ হিসেবে সাড়ে ৬ কোটি নাইজেরিয়ান মুদ্রা দাবি করেছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪ লাখ টাকা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, নাইজেরিয়ার অসংখ্য মানুষ এই মুক্তিপণের জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেছিলেন। এ অবস্থায় নাইজেরিয়ার ফার্স্টল্যাডি নিরাপত্তা সংস্থাগুলোকে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মেয়েদের মুক্ত করার জন্য তাড়া দিয়েছিলেন।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান