হোম > বিশ্ব > আফ্রিকা

অতি গরমে দক্ষিণ সুদানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

গত ফেব্রুয়ারিতে নজিরবিহীন দাবদাহে পুড়েছে আফ্রিকার পশ্চিমাঞ্চল। এবার চরম দাবদাহের আশঙ্কায় আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ দক্ষিণ সুদানে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। চরম দাবদাহ দুই সপ্তাহ স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের সব শিশুকে ঘরের ভেতরে রাখার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সতর্কতার সময়কালে কোনো স্কুল খোলা পাওয়া গেলে এটির নিবন্ধন প্রত্যাহার করা হবে। 

তবে স্কুলগুলো কত দিন পর্যন্ত বন্ধ রাখা হবে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয়গুলো বলে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং সেই অনুযায়ী জনগণকে অবহিত করবে। 

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী জুবার বাসিন্দা পিটার গারাং বলেন, প্রত্যেকটি স্কুলেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছে দক্ষিণ সুদান। দেশটিতে তাপপ্রবাহ সাধারণ ঘটনা হয়ে উঠলেও, তাপমাত্রা সহজে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। খরা ও বন্যার কারণে গৃহযুদ্ধে জর্জরিত উত্তর-পূর্ব আফ্রিকার এ দেশটিতে জীবন ধারণ বেশ কঠিন হয়ে উঠেছে।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন