Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীকে জড়ানোয় চিফ প্রসিকিউটর বরখাস্ত

অনলাইন ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীকে জড়ানোয় চিফ প্রসিকিউটর বরখাস্ত

হাইতির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী হেনরির জড়িত থাকার অভিযোগ আনতে বলায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত জানান। জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পাবলিক প্রসিকিউটর বিচারক গ্যারি অরেলিয়েনকে পাঠানো এক চিঠিতে চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডে 'হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগ আনার জন্য যথেষ্ট আপত্তিমূলক উপাদান রয়েছে'। হেনরির ফোন রেকর্ডের বরাত দিয়ে প্রসিকিউটর দুই পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছিলেন যে, হত্যাকাণ্ডের রাতে মোইস হত্যার মূল সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করেছিল হেনরি। 

৭ জুলাই নিহত প্রেসিডেন্ট জোভেনেল মোইসঘটনার দিন ভোররাত ৪টা ৩ মিনিট এবং ৪টা ২০ মিনিটে প্রধান সন্দেহভাজন জোসেফের সঙ্গে প্রধানমন্ত্রী হেনরির কথা হয়েছিল। এ সময় জোসেফের অবস্থান প্রেসিডেন্ট মোইসের বাসার কাছাকাছি ছিল। সেই সন্দেহভাজন, বিচার বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তাকে প্রধানমন্ত্রী হেনরি প্রকাশ্যে রক্ষা করেছিলেন এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলেও ক্লাউড উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শও দেন এ প্রসিকিউটর। 

এর জবাবে মঙ্গলবার বেড-ফোর্ড ক্লাউডকে একটি প্রকাশ্য চিঠি দেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার পদটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। 
 
প্রসঙ্গত, ৭ জুলাই হাইতির রাজধানীর ওপরে পাহাড়ে প্রেসিডেন্ট মোইসের ব্যক্তিগত বাসভবনে হামলার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়, যা দরিদ্র দেশটিকে অশান্তির গভীরে ডুবিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন কলম্বিয়ান এবং দুজন মার্কিন নাগরিক। 

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সুদানে বাজারে হামলায় নিহত অন্তত ৫৪