হাইতির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী হেনরির জড়িত থাকার অভিযোগ আনতে বলায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত জানান। জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাবলিক প্রসিকিউটর বিচারক গ্যারি অরেলিয়েনকে পাঠানো এক চিঠিতে চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডে 'হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগ আনার জন্য যথেষ্ট আপত্তিমূলক উপাদান রয়েছে'। হেনরির ফোন রেকর্ডের বরাত দিয়ে প্রসিকিউটর দুই পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছিলেন যে, হত্যাকাণ্ডের রাতে মোইস হত্যার মূল সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করেছিল হেনরি।
এর জবাবে মঙ্গলবার বেড-ফোর্ড ক্লাউডকে একটি প্রকাশ্য চিঠি দেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার পদটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
প্রসঙ্গত, ৭ জুলাই হাইতির রাজধানীর ওপরে পাহাড়ে প্রেসিডেন্ট মোইসের ব্যক্তিগত বাসভবনে হামলার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়, যা দরিদ্র দেশটিকে অশান্তির গভীরে ডুবিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন কলম্বিয়ান এবং দুজন মার্কিন নাগরিক।