হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

অনলাইন ডেস্ক

মালিতে দীর্ঘ ১০ বছর পর জাতিসংঘের মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মালির সামরিক নেতাদের নির্দেশে আজ সোমবার মিনুসমা নামে পরিচিত মিশনটির সমাপ্তি ঘোষণা করা হয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মালিতে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র ফাতুমাতা কাবা জানিয়েছেন, দেশটির রাজধানী বামাকোতে জাতিসংঘের দপ্তরে জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়েছে। এটি মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক।

আগামী বছরের ১ জানুয়ারির পরে ‘স্বাভাবিকীকরণ পর্যায়’ কার্যকর হবে, যেখানে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের কার্যক্রম রয়েছে। 

তবে জাতিসংঘের স্থিতিশীলতা মিশন মিনুসমার প্রত্যাহার দেশটিতে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য সৈন্য এবং সশস্ত্র দলগুলোর মধ্যে আবারও লড়াই তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। 

মিনুসমা গত এক দশক ধরে মালিতে প্রায় ১৫ হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন এবং পরিচালনা করেছে। এই মিশনে মিনসুমার প্রায় প্রায় ১৮০ জন সদস্য নিহত হয়েছেন। 

প্রত্যাহারের শুরুতে জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, গত শুক্রবার পর্যন্ত মিনসুমার মোট ১৩ হাজার ৮০০ সদস্যর মধ্যে ১০ হাজার ৫০০ জনের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক সদস্য মালি ছেড়েছেন।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন