হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে ২২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের পূর্ব লন্ডন শহরের একটি জনপ্রিয় নাইটক্লাব থেকে কমপক্ষে ২২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় পূর্ব লন্ডন শহরের একটি নাইটক্লাব থেকে রোববার কমপক্ষে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

ইস্টার্ন কেপ প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাষ্ট্রীয় মর্গে স্থানান্তর করা হবে, যাতে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারি।’ 

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, ‘শহরের কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সিনারি পার্কে ঘটনাটি ঘটেছে।’ 

রয়টার্সকে কিনানা বলেন, ‘কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের বয়স ১৮-২০ বছরের মধ্যে।’ 

স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে, ক্লাবের বাইরে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। তাঁদের শান্ত করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। 

এক কর্মকর্তা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কি না, বিষয়টি দেখা হচ্ছে। তবে এটি বিশ্বাস করা কঠিন। কেননা, মৃতদের শরীরে কোনো ক্ষত দেখা যায়নি।’

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন