অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের পূর্ব লন্ডন শহরের একটি জনপ্রিয় নাইটক্লাব থেকে কমপক্ষে ২২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় পূর্ব লন্ডন শহরের একটি নাইটক্লাব থেকে রোববার কমপক্ষে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ইস্টার্ন কেপ প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাষ্ট্রীয় মর্গে স্থানান্তর করা হবে, যাতে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারি।’
ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, ‘শহরের কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সিনারি পার্কে ঘটনাটি ঘটেছে।’
রয়টার্সকে কিনানা বলেন, ‘কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের বয়স ১৮-২০ বছরের মধ্যে।’
স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে, ক্লাবের বাইরে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। তাঁদের শান্ত করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।
এক কর্মকর্তা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কি না, বিষয়টি দেখা হচ্ছে। তবে এটি বিশ্বাস করা কঠিন। কেননা, মৃতদের শরীরে কোনো ক্ষত দেখা যায়নি।’