অনলাইন ডেস্ক
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০৬ জন আহত হয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ত্রিপোলির পশ্চিমাঞ্চলে জরুরি পরিষেবা প্রদানকারী গোষ্ঠী ইমার্জেন্সি মেডিসিন সেন্টার তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
ক্ষমতাধর ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে গত সোমবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘাত শেষ হয় গতকাল মঙ্গলবার।
২০১১ সালে লিবিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকেই দেশটির ক্ষমতা দখলে লড়াই করছে গ্রুপ দুটি।