Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়

অনলাইন ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়

বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে—তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম। 

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়। 

সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল। 

বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে। 

হিরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হিরাগুলোর একটি। এই কোম্পানির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কার নিয়ে আনন্দিত।’ 

লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান ল্যাম্ব। এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সাল থেকে উচ্চ মূল্যের হীরা শনাক্ত এবং সংরক্ষণ করা হচ্ছে, যেন আকরিক চূর্ণ করার সময় হীরাগুলো ভেঙে না যায়। 

সদ্য পাওয়া হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। এর আগে ২০১৯ সালে পাওয়া তাদের ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি কিনে নিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন। তবে কত মূল্যে এটি বিক্রি হয়েছিল তা এখনো অপ্রকাশিত। তবে ২০১৬ সালে একই খনি থেকে আবিষ্কৃত ১ হাজার ১০৯ ক্যারেটের আরেকটি হীরা ৫৩ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন লন্ডনের জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের চেয়ারম্যান লরেন্স গ্রাফ।

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সুদানে বাজারে হামলায় নিহত অন্তত ৫৪