Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিতে মাতৃভাষা দিবস পালিত

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (MINUSMA) ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছেন মিশনের সদস্যরা। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টায় গুন্দাম ক্যাম্পে নির্মিত শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে বিএএনএফপিইউ-২-এর কমান্ডার মোহাম্মদ শাহীনুর আলম খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। 

এরপর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসারের (আইপিও) দলনেতা এম ওলির নেতৃত্বে ইউনাইটেড ন্যাশনস পুলিশ ও জাতিসংঘের আইপিও সদস্যরা। তারপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন CIVINF BATT-1, গুন্দাম ডিটাচমেন্ট ক্যাম্পের কমান্ডারসহ আইভরি কোস্টের অন্য সেনাসদস্যরা। 

অমর একুশে উপলক্ষে ১২টি দেশের শতাধিক বিদেশির সামনে মালির গুন্দাম ক্যাম্পে বাংলাদেশের ভাষা আন্দোলন, ভাষাশহীদদের নিয়ে আলোচনাসহ আফ্রিকার বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাশহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়। 

এর আগে মালির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সময় রাত ১২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিটিভির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি মালিতে দেখানোর ব্যবস্থা করা হয়। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বসে অনুষ্ঠানটি দেখেন বিএএনএফপিইউ--এর কমান্ডারসহ সব সদস্য। গুন্দামে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যদের পাশাপাশি ইউনাইটেড ন্যাশনস পুলিশের সদস্য ও আইভরি কোস্টের সেনাসদস্যরা বাংলাদেশের ভাষার ইতিহাস শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা