আজকের পত্রিকা ডেস্ক
গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন গিনির সামরিক শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তাঁর মতে, পশ্চিমা গণতন্ত্রের মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ডুমবুইয়া।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজের দেশে সামরিক হস্তক্ষেপের পক্ষেও কথা বলেছেন কর্নেল ডুমবুইয়া। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আলফা কনডেকে ক্ষমতাচ্যুত করেন তিনি। এরপর নিজে ক্ষমতা গ্রহণ করেন।
ডুমবুইয়া বলেন, ‘আমাদের ওপর চাপিয়ে দেওয়া নির্দিষ্ট একটি শাসনের মডেলের কারণে আফ্রিকা মহাদেশ ভুগছে এবং এতে আমাদের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে।’