হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৮ জন নিহত

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। পৃথক দুটি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, নাইজার সীমান্তবর্তী প্রদেশ সেনোর ফ্যালগৌন্তোতে সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। হামলায় ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলা শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জন বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে আইভরি কোস্ট সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জ্যঁ চার্লস দিট ইয়েনাপনো সোমে জানিয়েছেন, গত রোববার বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

গভর্নর আরও জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ জন পুরুষকে বহনকারী দুটি গাড়ি অপহরণ করে পালাচ্ছিল। পরে তাদের প্রতিহত করে সবাইকে উদ্ধার করা হয়েছে।

এই হামলা এমন সময়ে হলো, যখন বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী দেশ মালি ও নাইজার আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। 

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন