হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে সশস্ত্র হামলায় ১৫ সেনাসহ নিহত ১১৪ 

আফ্রিকার দেশ মালিতে একটি নৌকা ও সেনাঘাঁটিতে পৃথক দুই হামলায় ১৫ জন সেনা ও ৪৯ জন বেসামরিক নাগরিকসহ ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৫০ জন আক্রমণকারীও রয়েছেন। মালির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মালির সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৩ সালের ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একদল সশস্ত্র আক্রমণকারী রারহাউস এলাকারা আবাকোরিয়া ও ঝরগোইয়ের মধ্যবর্তী অঞ্চলে কোমানাভ নামে একটি ফেরিসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলা চালায়।’ রারহাউস এলাকাটি মালির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।

পৃথক এক বিবৃতিতে কোমানাভ ফেরির মালিকপক্ষ জানিয়েছে, ফেরিটিতে যখন হামলা হয়, তখন সেটি নাইজারের নদী ধরে বয়ে যাচ্ছিল। তারা আরও জানিয়েছে, ফেরিটি লক্ষ্য করে তিনটিরও বেশি রকেট আক্রমণ চালানো হয়েছে, যার অধিকাংশই ছিল ফেরির ইঞ্জিন লক্ষ্য করে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে সেনাসদস্যরা আটকে পড়াদের উদ্ধার করেন। 

এদিকে মালির গাও অঞ্চলের বাউরেম সার্কেলের এক সেনাঘাঁটিতে পৃথক একটি হামলায় ১৫ জন সেনার মৃত্যু হয়। এ সময় ৫০ জন আক্রমণকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে মালির সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়াতে পারে। এ ঘটনায় মালির অন্তর্বর্তী সামরিক সরকার দেশে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

আলকায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠী উভয় হামলার দায় স্বীকার করেছে। বিগত দশক ধরেই সাহেল অঞ্চলের মালির অংশে আলকায়েদা, ইসলামিক স্টেটসহ বিভিন্ন গোষ্ঠীর কারণে সহিংস কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গেছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান