হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়। 

সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ। 

তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।

এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।

রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন