হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়। 

সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ। 

তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।

এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।

রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে। 

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান