ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ২০ জন। হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার।
সরকারের মুখপাত্র সেলামাউইত কাসসা বলেছেন, টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করা হয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করা হতো।
তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক এলাকায় হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে চলতি অক্টোবরে জাতিসংঘ জানিয়েছিল, দুটি হামলায় ওই অঞ্চলে তিন শিশুসহ আরও ১৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, তাইগ্রেতে দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সশস্ত্র রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যুদ্ধে অঞ্চলটির ৪ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছ।