Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ দিল আদালত

অনলাইন ডেস্ক

কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ দিল আদালত

নাইজেরিয়ার একটি আদালত এক মোরগকে আগামীকাল শুক্রবারের মধ্য জবাই করার নির্দেশ দিয়েছে। মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দ দূষণের অভিযোগ আনলে গতকাল বুধবার আদালত এ রায় দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর কানোর একটি আদালত এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। নাইজেরিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 

ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, মোরগটির কর্কশ ডাক তাঁর শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে। মোরগটির মালিক ইয়াসুকু সুয়াইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয় পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য ক্রয় করেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান। 

আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইয়াসুকু সুয়াইবুর অনুরোধ রেখে এবং মোরগটি যাতে আশপাশের এলাকায় বিচরণ ও প্রতিবেশীদের বিরক্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার সংবাদমাধ্যম ডেইলি ট্রাস্ট নিউজে বিষয়টি প্রকাশ করা হয়েছে। 

আদালত মোরগের মালিককে শপথ অনুযায়ী শুক্রবারেই মোরগটি জবাইয়ের নির্দেশ দিয়েছেন অন্যথায় কড়া সাজা দেওয়া হবে বলে জানিয়েছে।

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সুদানে বাজারে হামলায় নিহত অন্তত ৫৪