হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৫ 

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার একদল ব্যক্তি ধর্মীয় উপাসনার জন্য গির্জাটিতে সমবেত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে। গির্জায় বিশপ মনসিনর লরেন্ট ডাবিরে এক বিবৃতিতে বলেছেন, হামলার ঠিক আগে একদল লোক উপাসনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন। 

বিশপ ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আপনাদের নজরে আনতে চাই যে, ক্যাথলিক সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে আমরা ১৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। যাঁদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।’ 

নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিশপ বলেন, ‘এই বেদনাদায়ক পরিস্থিতিতে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মার জন্য, আহতদের নিরাময়ের জন্য ও শোকাহত পরিবারের সান্ত্বনার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’ 

উল্লেখ্য, বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ/আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন