হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৫ 

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার একদল ব্যক্তি ধর্মীয় উপাসনার জন্য গির্জাটিতে সমবেত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে। গির্জায় বিশপ মনসিনর লরেন্ট ডাবিরে এক বিবৃতিতে বলেছেন, হামলার ঠিক আগে একদল লোক উপাসনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন। 

বিশপ ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আপনাদের নজরে আনতে চাই যে, ক্যাথলিক সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে আমরা ১৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। যাঁদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।’ 

নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিশপ বলেন, ‘এই বেদনাদায়ক পরিস্থিতিতে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মার জন্য, আহতদের নিরাময়ের জন্য ও শোকাহত পরিবারের সান্ত্বনার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’ 

উল্লেখ্য, বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ/আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান