Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

লিবিয়া উপকূলে ট্রলারডুবিতে ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে ট্রলারডুবিতে ৩৫ জনের মৃত্যু

আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ট্রলার ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সংশ্লিষ্টদের। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইএমও) শনিবার এক টুইটে বিষয়ে জানিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশরাই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। উল্লেখ্য, আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের জন্য লিবিয়ার সাবরাথা শহরটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। 

আইওএম জানিয়েছে, তাঁরা (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) সমুদ্র থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তাঁদের ধারণা নিখোঁজদের সবাই এরইমধ্যেই মারা গিয়েছেন। 

আইএমও আরো জানিয়েছে, শুক্রবার কাঠের তৈরি ওই ট্রলারটি ঠিক কি কারণে ডুবে গিয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আইএমও এক টুইটে এই ট্রলারবডুবি প্রসঙ্গে জানিয়েছে, ‘ভূমধ্যসাগরে ক্রমাগত প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা বলে মনে করে উচিত নয়। নিষ্ক্রিয়তার কারণে মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও বলেছে, ‘এই অঞ্চলে অভিবাসীদের আরো মৃত্যু ও দুর্ভোগ বন্ধ করতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান প্রয়োজন এবং দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ জরুরিভাবে প্রয়োজন।’ 

আইএমও-এর হিসাব অনুসারে গত সপ্তাহে লিবিয়ার উপকূলে অন্তত ৫৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা