Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে বিমানবাহিনীর হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক

সুদানে বিমানবাহিনীর হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান। আজ রোববার দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ দাঁড়িয়েছে।

এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ, বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।

গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।

রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।

আধা সামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত কারণে হত্যা করেছে তারা। এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়।

সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

সুদানে বাজারে হামলায় নিহত অন্তত ৫৪

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা