অনলাইন ডেস্ক
সুদানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ব্যুরোপ্রধান এল মুসালামি এল কাব্বাশিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার এক টুইট বার্তায় আলজাজিরার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আলজাজিরা।
এর আগে গতকাল শনিবার সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় অবস্থান নেয় সেনা শাসকবিরোধী হাজারো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়।