হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হামলায় ১০০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বুরকিনা ফাঁসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামঞ্চলে ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে। দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। ওই হামলায়ই প্রাণহানীর ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী ওই গ্রামটিতে যারা হামলা চালিয়েছে তাঁরা আল–কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত। 

এদিকে, স্থানীয় নিরাপত্তা বাহিনী নিহতের সংখ্যা ১০০ জন বললেও স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ জন। তবে, সূত্রটির দেওয়া তথ্যের সতত্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স। ধারণা করা হচ্ছে, সোমবারের পর যেকোনো সময় মৃতের প্রকৃত সংখ্যা জানাতে পারে। 

অপরদিকে, জাতিসংঘ এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে, স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা। 

এদিকে, ওই ঘটনার আগে গত বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে, ১১ জন পুলিশসহ ওই ১০০ জনের মৃত্যু বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয়দের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন