হোম > বিশ্ব > আফ্রিকা

অনিয়মের অভিযোগে কঙ্গোতে ৮২ প্রার্থীর ভোটের ফল বাতিল

কঙ্গোর সাধারণ নির্বাচনে জালিয়াতি এবং সহিংসতার অভিযোগে ৮২ জন প্রার্থীর ভোটের ফলাফল বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (সিইএনআই)। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সিইএনআই বলেছে, অভিযুক্ত এই ৮২ প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা, এবং নির্বাচন কেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।

অযোগ্যদের মধ্যে রয়েছে জাতীয়, প্রাদেশিক এবং পৌরসভার প্রার্থীরা। বাদ পড়া ৮২ জনের মধ্যে চার ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নর এবং তিনজন সরকারি মন্ত্রী ছিলেন।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনটি বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। সেই দাবিতে সাড়া দিয়ে বিজ্ঞপ্তিতে সিইএনআই বলেছে, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে অনিয়ম, সহিংসতা, প্রতিপক্ষ প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচন কেন্দ্রে ভাঙচুরসহ নানা অপরাধমূলক তৎপরতা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন করবে নির্বাচন কমিশন।

দেশটির সাধারণ নির্বাচনে মোট আসনসংখ্যা ৪৮৪টি। এর মধ্যে ২টি আসনে সব স্তরের নির্বাচন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। স্থানীয় নিরাপত্তাজনিত সমস্যার কারণে আরও ১৬ জনকে ইতিমধ্যেই নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে।

সিইএনআই-এর বিবৃতিতে অবশ্য প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনিয়মের কোনো তথ্য দেওয়া হয়নি। সেই নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেসের প্রার্থী ফেলিক্স শিসেকেডি। বিরোধীরা অবশ্য সেই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করেছে।

সিইএনআই-এর পদক্ষেপে তাই সন্তুষ্ট হতে পারেনি বিরোধীদের। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন শিসেকেডিকে বিজয়ী করতে সাহায্য করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী এবং বর্তমানে কঙ্গোর প্রধান বিরোধীদলীয় নেতা মার্টিন ফায়েউলু গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সত্যিকার নির্বাচন চাই। দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি আফ্রিকান ইউনিয়ন বা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটিকে সংশ্লিষ্ট করতে হয়, আমরা সেটাও চাই।’

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান