হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানের প্রধানমন্ত্রীকে 'গৃহবন্দী' করল সামরিক বাহিনী

অনলাইন ডেস্ক

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়েছে। আজ সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য তাঁর বাড়ি ঘিরে ফেলে। পরে তাঁকে গৃহবন্দী করা হয়। আল হাদাত টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা, দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য, মন্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরই হামদককে গৃহবন্দী করার ঘটনাটি ঘটল।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল হাদাত টিভি জানিয়েছে, আটকদের মধ্যে শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ রয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল-ফিকি সুলিমান এবং সুদানের রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেপ্তার করা হয়েছে। 

আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, 'সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।' 

হিবা মরগান আরও বলেন, 'আমরা নিশ্চিত হয়েছি সুদানের শিল্পমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তাঁর বাড়ির সামনে সেনা সদস্যদের উপস্থিতির কথা জানান।' 

উল্লেখ্য, এর আগেও গত মাসে দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।   

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সেকশন