অনলাইন ডেস্ক
আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৬ জন। ভয়াবহ দাবানলে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার আলজেরিয়ার ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। দাবানলে বন, ফসল ও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, পার্শ্ববর্তী তিউনিসিয়াও দাবানলে পুড়ছে। সোমবার দেশটির তাপমাত্রা পৌঁছায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে পর্যটনের জন্য বিখ্যাত গ্রিক দ্বীপ রোডস আইল্যান্ডও দাবানলের আগুনে পুড়ছে। জীবনশঙ্কায় রয়েছেন হাজারো পর্যটক।