হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় নিহত ৪০

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় অন্তত ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

হামলায় নিহতরা প্রতিবেশী দেশ বেনিনে এক ভয়াবহ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ফরাসি বাহিনী। সেই হামলায় এক ফরাসি নাগরিকসহ বেশ ৯ জন নিহত হন। 

ফরাসি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী ‘বারখানে’ বেনিনে আক্রমণের জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে শনাক্ত করতে ড্রোন নিযুক্ত করে। পরে তাঁদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিমান হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করা হয়। 

উল্লেখ্য, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশ বেনিনের প্রত্যন্ত উত্তর সীমান্তবর্তী বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ডব্লিউ ন্যাশনাল পার্কের পার্ক রেঞ্জারদের ওপর দুটি হামলায় এ সপ্তাহে নয়জন নিহত হন। এর মধ্যে এক ফরাসি নাগরিকও ছিলেন। তিনি ওই পার্কের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষক ছিলেন। 

বেনিনের সরকারি তথ্য অনুসারে, গত মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণে পাঁচ পার্ক রেঞ্জার, এক পার্ক কর্মকর্তা, এক সৈনিক ও এক ফরাসি প্রশিক্ষক নিহত হন। ওই হামলার দুই দিন পর আরেকটি বোমা বিস্ফোরণে পার্কের আরেক কর্মকর্তা নিহত হন। 

উল্লেখ্য, বেনিন দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি ছিল। সম্প্রতি সেখানে আল-কায়েদা ও আইএস আইএল (আইএস আইএস)-এর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ ছাড়া নাইজার, বেনিন এবং বুরকিনা ফাসোর ওই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চোরাচালানকারী চক্রও সক্রিয় রয়েছে। 

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন