হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজারে নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত

আফ্রিকার নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার নাইজারের মারাদি প্রদেশের নাশাদে গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মারাদি প্রদেশের গভর্নর ও নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দস্যুদের’ লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ওই ৭ শিশু নিহত হয়েছে। 

মারাদির গভর্নর শাইবু আবুবাকার এএফপিকে বলেছেন, ‘অসাবধানতাবশত ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিকভাবে নিহত হন ও বাকি ৩ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

গভর্নর আবুবাকার আরও বলেন, ‘নিহত শিশুদের বাবা-মা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিমান হামলার সময় শিশুরা অনুষ্ঠানস্থলের বাইরে খেলছিল।’ 

আবুবাকার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, বিমান হামলাটি দুই দেশের সীমান্তবর্তী এলাকার ‘সশস্ত্র দস্যুদের’ লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু তাঁরা লক্ষ্য মিস করায় মাদারুনফার নাশাদে আঘাত হেনেছে। 

উল্লেখ্য, নাইজার ও নাইজেরিয়া সরকার ওই অঞ্চলে অপহরণ ও হত্যার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। ২০১৮ সাল থেকেই নাইজার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ রোধে নাইজেরিয়ার সঙ্গে সীমান্তে সামরিক টহল জোরদার করেছে। 

উল্লেখ্য, এর আগেও মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৫ / ৬ বছর বয়েসি ২৬ শিশু মারা যাওয়ার মাত্র ৩ মাস পর এই ঘটনা ঘটল। 

নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। 

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান