হোম > বিশ্ব > আফ্রিকা

সুদান ও দক্ষিণ সুদানের সংঘাতপূর্ণ এলাকায় সংঘর্ষে ৫২ জন নিহত

সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।

আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।

তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’

তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।

আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।

ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।

আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।

দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান