হোম > বিশ্ব > আফ্রিকা

গিনির তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত, আহত ৮৪

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির একটি তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। আজ সোমবার ভোরে এই বিস্ফোরণটি ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তেলের ডিপোর পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

আটটি পোড়া মৃতদেহ মর্গে আনার খবর দিয়েছেন কোনাক্রির ইগনেস-দিন হাসপাতালের একজন কর্মকর্তা। আহত অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পশ্চিম আফ্রিকার দেশটির একমাত্র তেলের ডিপোতেই ঘটেছে এই বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা। আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা উড়ে যায় এই বিস্ফোরণে। আতঙ্কগ্রস্ত শত শত মানুষ দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়।

অগ্নিনির্বাপনের কর্মীরা বিস্ফোরণস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। আগুনের বিশাল কুণ্ডলী এবং কালো ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি ট্যাংকার ট্রাক সৈন্য এবং পুলিশের সহায়তায় ডিপো ছেড়ে চলে গেছে।

আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গিনি সরকার এক বিবৃতিতে বলেছে যে এই বিস্ফোরণের জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। এই দুর্ঘটনার মাত্রা এবং ফলাফল জনসাধারণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

সরকারের পক্ষ থেকে জনসাধারণকে বাড়িতে থাকার আহ্বান জানান হয়েছে এবং আজ সোমবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গিনি তেল উৎপাদনকারী দেশ নয় এবং তেল পরিশোধনের ক্ষমতাও দেশটির নেই। সাধারণত পরিশোধিত তেল আমদানি করে গিনি—যার বেশির ভাগই কালুমের ডিপোতে সংরক্ষণের পর সারা দেশে ট্রাকের মাধ্যমে পৌঁছানো হয়। ডিপোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন