হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস নিচে পড়ে নিহত ৪৫

ডয়চে ভেলে

দক্ষিণ আফ্রিকার লিমপোপোতে বাস সেতুর নিচে পড়ে গিয়ে ৪৫ জন নিহত হয়েছেন। একমাত্র একটি আট বছরের মেয়ে  বেঁচে গেছে। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওই বাসে বতসোয়ানা থেকে উপাসকরা আসছিলেন। সেই বাসটি একটি সেতু থেকে উল্টে নিচে পড়ে যায়। এর ফলে ৪৫ জন মারা যান। 

দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাসটি প্রথমে সেতুতে ধাক্কা মারে, এরপর নিচের খাদে পড়ে তাতে আগুন ধরে যায়।

বাসযাত্রীরা মোরিয়াতে ইস্টার সপ্তাহান্তে চার্চ সার্ভিসের জন্য যাচ্ছিলেন। মারকেন ও মোকোপেন শহরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

পরিবহনমন্ত্রী চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান।

গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে। কিছু দেহ এতটাই পুড়ে গেছে যে তা চেনা যাচ্ছে না। অন্য দেহগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল বা আশপাশে ছড়িয়ে পড়েছিল।

দক্ষিণ আফ্রিকার রাস্তার হাল

দক্ষিণ আফ্রিকায় সড়ক যোগাযোগব্যবস্থা খুবই ভালো। কিন্তু সেখানে প্রায়ই দুর্ঘটনা হয়। ফলে সড়ক নিরাপত্তার দিক থেকে তা একেবারেই ভালো জায়গায় নেই।

গত বছর ইস্টারের সময় দীর্ঘ সপ্তাহান্তে চার দিনে ২২৫ জন মারা গিয়েছিল। ১৮৫টি দুর্ঘটনা ঘটেছিল।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট রামাফোসা সবাইকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ইস্টার সপ্তাহান্তে যাতায়াতের সময় তাঁরা যেন সতর্ক থাকেন।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান