Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু
ওমদুরমান শহরে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

সুদানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমান শহরে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় অ্যান্টোনভ উড়োজাহাজটি। বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর-জেনারেল বাহর আহমেদ রয়েছেন বলে জানা গেছে।

সুদানের সামরিক বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়ই রয়েছেন।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে সামরিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত কারিগরি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমদুরমানের উত্তরাঞ্চলের বাসিন্দারা দুর্ঘটনার পর একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

এই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক দিন আগেই দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা এলাকায় একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করে আরএসএফ।

সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সরকার গঠনের ভবিষ্যত কাঠামো নিয়ে মতভেদের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে ১২ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সঙ্কট সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রাষ্ট্রদূতকে দ. আফ্রিকায় বীরের সংবর্ধনা

দেশের যে ক্ষতি করছে নাইজেরিয়ার প্রবাসীরা

নাইজারে মসজিদে হামলায় নিহত ৪৪

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করল সেনাবাহিনী

কঙ্গোতে জেল পালানো কয়েদিদের নিয়ে আতঙ্ক, চলছে ‘মব জাস্টিস’

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা