অনলাইন ডেস্ক
১৯৮৮ সালের পর প্রতিবেশী মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করল উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়া। পেগাসাসের মাধ্যমে কর্মকর্তাদের ফোনে আড়িপাতা এবং দেশটিতে সাম্প্রতিক দাবানলে মরক্কোর হাত থাকার অভিযোগে গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় আলজেরিয়া।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ মরক্কো কখনো বন্ধ করেনি। এ অবস্থায় সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আমরা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে বাধ্য হলাম। তবে মরক্কোয় নিজেদের দূতাবাস চালু থাকবে বলে জানান তিনি।
এদিকে রামদানের সিদ্ধান্তকে অন্যায্য মন্তব্য করে নিজেদের আলজেরিয়ার জনগণের ‘বিশ্বস্ত ও বিনয়ী বন্ধু’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়।